Social Welfare

সৃষ্টির সূচনা থেকে পৃথিবীর মানুষকে সমাজবদ্ধভাবে বসবাসের প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মহান আল¬াহ তাআলা। মানুষের সহায়তা করা, বিপদে আপদে একে অপরকে সাহায্য করা এটা মানুষের স্বভাবধর্ম। এককভাবে কোন কাজ করা সম্ভব নয়। সমাজ ও মানুষ একে অন্যের পরিপূরক। ব্যক্তি উ্নয়নের পাশাপাশি সমাজ গঠনে, সমাজকল্যাণে সবার আত্ব নিয়োগ করা, অপর বঞ্চিত অবহেলিত, দরিদ্র প্রত্যেক মানুষের সাহায্যে সমাজবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বর্তমান সমাজবদ্ধ কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে নানা সংগঠন ও সংস্থা। পবিত্র কুরআনে সংঘবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, আর বলা হয়েছে ‘তোমাদের মাঝে এমন একদল লোক অবশ্যই তাকতে হবে যারা মানব জাতিকে কল্রাণের দিকে আহবান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে রৈাকদের বিরত রাখবে। সম্ভবত এরাই সফলকাম’’। (আল-ইমরান:১০৪)
আমরা সমাজবদ্ধ সৃষ্টির সেরা জীব; আমরা চাই দেশ ও জাতির সেবা করতে, মুক্তির দিশা দিতে চাই, অপরকে বাঁচাতে চাই অনৈতিকতার ছোঁবল তেকে আর গড়তে চাই নৈতিক ও দক্ষ মানুষ। তাই তমসাচ্ছন্ন সমাজের কর‌্যাণে নিবরাস ফাউন্ডেশন বাংলাদশ সাধ্যমত নিজেদের নিয়োজিত রাখছে আর উত্তরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।


সমাজকল্যাণে যেসব কাজ পরিচালিত হয়ে আসছে তা হলো- 
১. নিবরাস এলাইভ সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনা করা।
২. নিবরাস কুরআনিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা।
৩. প্রতিবছর অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৪. প্রতিবছর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।
৫. কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। 
৬. বৃক্ষরোপণ অভিযান পরিচালনা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ।
৭. ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা। 
৮. দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
৯. কুরবাণীর পশু বিতরণ। 
১০. বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো।
১১. ছিন্নমূল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

সমাকল্যাণমূলক যেসব কার্যাবলী পরিকল্পনাধীন তা হলো : 
* দু:স্থ ও অসহায় নারীদের পূনর্বাসনের ব্যবস্থা করা। 
* প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। 
* বৃত্তি প্রকল্প (চলমান) আরও বর্ধিত করা। 
* গরীব, মিসকীন ও াসহায়দের সহযোগিতা করার জন্য আরও বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করা এবং সহযোগিতা অব্যাহত করা। 
* ইয়াতীমখানা প্রতিষ্ঠা করা। 
* নৈতিক শিক্ষায় প্রতিষ্ঠানিক ও বিভিন্ন মাধ্যমে উন্নয়ন সহযোগিতা করা। 
* চিকিৎসা সেবা প্রদান।
* মসজিদ কমপে¬ক্স প্রতিষ্ঠায় সহায়তা করা।
* কবরস্থান স্থাপন।