Research

সমাজে বিরাজমান কোন প্রতিষ্ঠান বা সংস্থার বর্তমান প্রেক্ষাপটধর্মী কর্মের উত্তরণে নতুন কল্যাণধর্মী কিচু সংযোজন করাই গবেষণা। এর প্রবাহমানতা সুদুর প্রসারী। এ গবেষণা কর্ম যে সমাজে যত বেশি সে সমাজ তত বেশি জ্ঞান-বিজ্ঞানে উন্নত। আর জ্ঞান বিজ্ঞানে উন্নত সমাজ মানবিক এবং অর্থনিিততে উন্নত ও সমৃদ্ধ। দেশ ও জাতির উন্নয়নে একদল বিজ্ঞা লোকের গবেষণাধর্মী কর্মকান্ডে লেখে থাকা প্রয়োজন; যারা দ্বীনি ও বৈষয়িক জন গুরুত্বপুর্ণ বিষয়ে নিয়মিত গবেষনা করবেন এবং জাতির দিক নির্দেশনায় ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ কল্যাণমূরক একটি গবেষণা বিভাগ প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। ইতোমধ্যে এ ফাউন্ডেশন এর তত্বাবধানে বেশকিছু গবেষনা কাজ সম্পাদিত হয়েছে আর কিছু পরিকল্পনাধীন রয়েছে। এ র্পযন্ত যে সব গবষেণা র্কাযক্রম সম্পাদতি হয়ছেে নম্নিে তার একটি সংক্ষপ্তি প্রতবিদেন উপস্থাপন করা হল।

পুস্তক-পুস্তিকা প্রণয়ন ও প্রকাশ

নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ কয়েকটি পাঠ্যপুস্তক সহায়িকা পুস্তক, সহায়িকা ও স্ক্রীপ্ট প্রণয়ন করা হয়েছে যা শিক্ষার্থীদের প্রেক্ষাপট সহায়ক ও জ্ঞান বর্ধনমূলক নতুন সংযোজন। এর মধ্যে উলে¬খযোগ্য হলো:
১) আল আরাবিয়াতু লিল আতফাল ৯পে¬-৩য় শ্রেণি) ৬টি বই। 
২) হিফয বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রগ্রেস রিপোর্ট বই প্রণয়ন।
৩) শ্রেণি ভিত্তিক হাদিস বই প্রণয়ন। 
৪) শ্রেণিভিত্তিক বাংলা, আরবি, ইংরেজি কথোপকথন শিক্ষা স্ক্রীপ্ট।
৫) তাহফিযুল কুরআন বিভাগের জন্য শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন। 
৬) নিয়মিত বর্ষিক স্মারক ও বার্ষিকী প্রকাশ
৭) নিয়মিত ত্রৈমাসিক নিবরাস প্রকাশ 
৮) বিভিন্ন ধরনের সেমিনার/ সিম্পোজিয়ামের আয়োজন।

এ বিভাগের পরিকল্পনা:
১) নিবরাস রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা।
২) সমসাময়িক বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করা। 
৩) ইসলাম, সমাজ ও দেশের প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করা।
৪) গবেষণাধর্মী বই প্রণয়ন ও প্রকাশ। 
৫) শিক্ষার্থীদের আরবি ভাষায় পারদর্শী করতে আধুনিক মানসম্মত পুস্তক প্রণয়ন ও প্রকাশ করা। 
৬) সমাজে বহুল প্রচলিত বিদআত ও শিরক নিরসনে মুদ্ধ আকীদা সমন্বিত বই প্রণয়ন ও প্রকাশ করা। 
৭) নিয়মিত মাসিক একটি গবেষণা পত্রিকা প্রকাশ করা। 
৮) সেমিনার/ সিম্পোজিয়াম কার্যক্রম অব্যাহত রেখে এর আরো উত্তরণ কার্যক্রম সংযোজন করা। 
৯) বিজ্ঞ আলিমদের সমন্বয়ে একটি সংস্থা গঠন করা।
১০) বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করা।